সদরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী লুৎফননেছা লাভলী (৪৮) সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে লুৎফননেছা লাভলী জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশী জাফর বেপারী (৪৫), রেজাউল বেপারী (৩৫), সাকায়াত বেপারী (৩০), মোহাম্মদ বেপারী (৫০), করিম বেপারী (৬০), হালিম বেপারী (৬৫) প্রমুখের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে রান্নাঘর ও পাকা বাথরুম ভাঙচুর করে। এ সময় তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের দুল, গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং হাতে থাকা ২টি স্বর্ণের বালা ছিনিয়ে নেয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ঘরে রাখা নগদ ৫ লাখ টাকা ও তার নাতনী লামিয়ার মোবাইল ফোনও চুরি করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার ছেলে হৃদয় মৃধা ও নাতনী লামিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা খুন ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






