সদরপুরে ঠেঙ্গামারী আলিয়া মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন
ফরিদপুরের সদরপুরে ঠেঙ্গামারী মুজাদ্দেদীয় নুরানীয়া হাফিজিয়া এবতেদায়ী আলিয়া মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে নতুন এর মাদরাসাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: লুৎফর তালুকদার।
মো: আমিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক এ.এইচ.এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ মোল্লা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে এতিম অসহায় দুস্থদের সেবায় পাড়া মহল্লায় এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।
What's Your Reaction?