সদরপুরে দরিদ্রদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 15, 2025 - 12:22
 0  2
সদরপুরে দরিদ্রদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

ফরিদপুরের সদরপুরে দরিদ্র ও অসহায়দের সহায়তায় কর্জে হাসানা প্রকল্প নামের একটি বেসরকারি সংস্থা সুদমুক্ত ঋণ বিতরণ করেছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সাতরশি গ্রামের তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটির আয়োজনে এ ঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫ জন দরিদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এক বছরের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ, অতিরিক্ত অর্থ বা লাভ নেওয়া হবে না।

সংস্থার সভাপতি মোঃ শাহ্ আলম বলেন, "সমাজকে সুদমুক্ত রাখা আমাদের ঈমানি দায়িত্ব। দরিদ্র মানুষরা যাতে সুদের বোঝায় জর্জরিত না হয়, সে জন্য কর্জে হাসানা প্রকল্প কাজ করে যাচ্ছে।"

সংস্থার সাধারণ সম্পাদক জানান, সমাজের সামর্থ্যবানরা এই প্রকল্পে দান করেন, যা থেকে অসহায়দের সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। তিনি আরও বলেন, "এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে, এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানো হবে।"

ঋণগ্রহীতা দেলোয়ার হোসেন বলেন, "আমি কর্জে হাসানা পেয়ে খুব খুশি। এতে আমাকে সুদ দিতে হবে না, যা নিয়েছি তাই ফেরত দেব। যদি প্রতিটি গ্রামে এ কার্যক্রম চালু হয়, তাহলে দরিদ্র মানুষের অনেক উপকার হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নওশাদ, আবু সায়ীদ, মুফতি জাকির হুসাইন ফরিদি, সেলিম হোসেন, কবির হোসাইন, একে আজাদসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow