সদরপুরে প্রবাসীর বাড়িতে কেচি গেটের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
Nov 1, 2024 - 19:18
 0  8
সদরপুরে প্রবাসীর বাড়িতে কেচি গেটের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুরমাতুব্বর ডাঙ্গী গ্রামের শেখ মালেক মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার দিবাগত রাতে বাড়ির কেচি গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরের দল।

এ সময় চোরেরা নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার সময় ওই প্রবাসীর স্ত্রী ছোট ছেলে মেয়ে নিয়ে একরুমে, বোন ও বড় মেয়ে এক রুমে এবং বাবা-মা এক রুমে ঘুমিয়ে ছিলেন। প্রবাসীর মা ফজরের নামাজ পড়তে উঠে দেখেন ঘরের কেচি গেট খোলা, জিনিসপত্র এলোমেলো। পাশের রুমে গিয়ে দেখেন ইস্টিলের আলমারি-সুকেজ ভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোরেরা। 

জানা যায়, শেখ মালেক মিয়ার দুই ছেলে আরিফ হোসেন ও ফরিদুল ইসলাম দীর্ঘ দিন যাবত সৌদি আরবে থাকেন। বাড়িতে তার বড় ছেলে একটি ভবন নির্মাণের কাজ করতেছে। বাড়ির কাজের জন্য কয়েকদিন আগে তিনি ২ লাখ টাকা পাঠান। ব্যাংক থেকে সেই টাকা তুলে তার স্ত্রী এক লাখ টাকার জিনিসপত্র কিনেন আর এক লাখ টাকা ঘরে এনে রাখেন। সেখান থেকে মিস্ত্রীদের ১০ টাকা টাকা দেন বাকি ৯০ হাজার টাকা একটি বান্ডিলে ছিল। স্বর্ণালংকারের মধ্যে তার বোন ফেন্সি আক্তারের ৩ ভরি ওজনের একটি হার, এক ভরি ওজনের একটি চেইন ও ৯ আনা ওজনের একটি কানের দুল নিয়ে গেছে। 

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবের সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় লিখিত  অভিযোগ পেয়েছি। তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow