সদরপুরে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে ভয়াবহ ডাকাতি

ফরিদপুরের সদরপুর উপজেলার চরচাঁদপুর ছাদের খান ডাঙ্গী গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উক্ত গ্রামের কুয়েত প্রবাসী মোঃ লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই দিন সকালে সদরপুর থানা পুলিশের একটি দল ওই বাড়ি পরিদর্শনে করেন।
প্রবাসী লোকমান হোসেনের স্ত্রীর ভাষ্যমতে, গভীর রাতে ৭-৮ জন ডাকাতের একটি দল বিল্ডিংয়ের জানালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় আমাকেসহ আমার দুই মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে স্টিলের আলমারির তালা খুলে ১১ ভরি স্বর্ণ, ২৬ হাজার টাক ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাত দল যাবার সময় ঘর থেকে বের না হবার হুমকি দিয়ে চলে যায়। জানা যায়, স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান নিয়ে বসবাস করেন প্রবাসী মোঃ লোকমান হোসেন।
এ প্রসঙ্গে চরবিষ্ণুপুর ইউপি মেম্বর কাশেম মোল্লা জানান, প্রবাসী লোকমানের বাড়িতে ডাকাতি হবার ঘটনাটি সকালে জেনেছি, দুপুরে নিজে গিয়েও দেখে এসেছি।
ডাকাতির বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?






