সদরপুরে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
May 1, 2024 - 18:53
 0  14
সদরপুরে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিকদল সদরপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

১ মে, বুধবার সকালে উপজেলার বেপারী বাড়ীর মোড় কৃষ্ণপুর স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকদল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মোতালেব পেয়াদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: দেলোয়ার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: গোলাম রব্বানী। ইজিবাইক, ভ্যান-রিক্সা, মাহিন্দ্র চালকসহ বিভিন্ন পেশার শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তার শ্রমজীবী মানুষের ইতিহাস রোমন্থন করে বলেন, ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow