সদরপুরে শুভ উদ্বোধন করা হলো ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল

সদরপুরবাসীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর কলেজ মোড়ে ফিতা কেটে ‘ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমিনুর রহমান সরকার এবং সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজিব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ।
স্বাগত বক্তব্যে রাজিব হোসেন বলেন, “এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস ইউনিট, শিশু বিশেষজ্ঞ ইউনিট এবং হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সদরপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় এমন একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এতে জনগণ দ্রুত চিকিৎসা সুবিধা পাবেন এবং ঢাকায় কিংবা ফরিদপুর শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।”
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






