সদরপুরে সরকারী জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি  

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
Apr 20, 2025 - 18:22
 0  11
সদরপুরে সরকারী জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি  

ফরিদপুরের সদরপুরে সরকারি জমিতে নির্মিত অবৈধভাবে গড়ে উঠা মোটরশ্রমিক মালিক সমিতির অফিস, টিনশেড ঘর, আধাপাকা দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ও অন্যান্য স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় গেঁড়ে বসা এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের লাইনম্যান দ্বারা অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার পর ভেকু দিয়ে দোকান, কাঁচাপাকা মেঝে, টিনের চাল, আধাপাকা ওয়াল গুঁড়িয়ে দেয়।  

এ প্রসঙ্গে সুজন নামের এক স্থানীয় অধিবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় ভাল লাগছে। মনে হচ্ছে আমরা শৈশবে ফিরে গিয়েছি। উজ্জ্বল নামের অপর অধিবাসী জানান, এখন ভাল লাগছে কিন্তু অভিজ্ঞতা বলছে আগামীতে আবারও কেউ না কেউ অবৈধ দোকানের পসরা বসাবে, ফুটপাত দখল করবে। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি উদ্ধার অভিযান প্রশাসনের নিয়মিত কাজের অংশ। যতদিন প্রয়োজন হবে এ ধরণের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সদরপুর থানার পুলিশ টীম, আনসার সদস্য , গণমাধ্যম কর্মী, স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow