সদরপুরে সাংবাদিক মজিদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, সিনিয়র সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় সদরপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয় ও শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়॥
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদার,সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাভলু মিয়া সহ সদরপুর প্রেসক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তাগণ আব্দুল মজিদ মিয়ার নামে কোন রাস্তার নামকরণ করে স্মরণীয় করে রাখার বিষয়ে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।
এ সময় সদরপুর, চরভদ্রাসন ও নগরকান্দা উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন সংবাদকর্মী, মজিদ মিয়ার আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুম আব্দুল মজিদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
What's Your Reaction?