সদরপুর থানায় নবাগত ওসি নাজমুল হাসানের যোগদান

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 18, 2025 - 21:39
 0  7
সদরপুর থানায় নবাগত ওসি নাজমুল হাসানের যোগদান

ফরিদপুরের সদরপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন নাজমুল হাসান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তিনি কর্মস্থলে যোগদান করেন এবং সদ্য বিদায়ী ওসি মো. আব্দুল মোতালেব হোসেন খোকনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

নাজমুল হাসান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দেন।

যোগদানের পর নবাগত ওসি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “আমি ন্যায়ের পক্ষে কাজ করব। অন্যায়ের সঙ্গে কোনও আপোষ নয়।” তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নির্মূল, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে সর্বাত্মক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow