সদরপুর সরকারি কলেজ ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি অনুমোদনের পর থেকেই পদবঞ্চিত ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ১ মার্চ-২০২৫ তারিখে এই কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার পর থেকেই কলেজ ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। নবগঠিত কমিটির নেতারা বিজয় মিছিল করতে গেলে বাধার সম্মুখীন হন। সভাপতি পদপ্রত্যাশী একাদশ শ্রেণির ছাত্র ইকরাম মোল্যার নেতৃত্বে সাধারণ ছাত্রদের নিয়ে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তারা অভিযোগ করেন, ছাত্রদের প্রত্যক্ষ ভোট ছাড়াই বিবাহিত ও অছাত্রদের নিয়ে অবৈধভাবে কমিটি ঘোষণা করা হয়েছে।
উত্তেজনার মধ্যে উভয় পক্ষ মোটরসাইকেল শোডাউন করে শক্তি প্রদর্শন করে। ১০ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদ্য নির্বাচিত সভাপতি মো. শামীম শিকদার তার লোকজন নিয়ে সদরপুর স্টেডিয়ামের প্রধান ফটকে গেলে ইকরাম মোল্যা ও তার অনুসারীরা তাদের ওপর হামলা চালায় বলে শামীম অভিযোগ করেন। এ ঘটনায় শামীম ও সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মো. মিরাজ মুন্সী আহত হয়ে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এ বিষয়ে ইকরাম মোল্যা বলেন, "ঘটনার সময় আমি সদরপুরে ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি।"
বর্তমানে কলেজ ক্যাম্পাসে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
What's Your Reaction?






