সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে

"আমরা প্রত্যেকেই সমাজের অংশ। তাই সমাজ পরিবর্তনের আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে,"—এই বক্তব্যের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোবারক উল্লাহ সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।
সোমবার উপজেলার বুধন্তী ইউনিয়নের আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসা মসজিদে বাদ আছর আয়োজিত এক পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে হাফেজ ক্বারী মুবাশ্বির হোসাইন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী এবং বিজয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হক বাশারী, মুফতী রহমত উল্লাহ কাসেমী এবং প্রচার সম্পাদক মাওলানা কবির হোসাইন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন।
বক্তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা ব্যক্তিগত উন্নতির মাধ্যমে সমাজ ও দেশকে পরিবর্তনের আহ্বান জানান।
সমাজ ও দেশের পরিবর্তনের জন্য ব্যক্তি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, আগে নিজের নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারপর পরিবার, সমাজ এবং দেশকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে।
What's Your Reaction?






