"সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে" – আশরাফুল আলম খান

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুর
Mar 11, 2025 - 13:21
 0  4
"সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে" – আশরাফুল আলম খান

পিরোজপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। "সমন্বিত উন্নয়ন উদ্যোগ" শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার রোল মডেল তৈরি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

সোমবার (১০ মার্চ) দিনব্যাপী পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের চর সাঈদখালী গ্রামের আবাসনে জেলা প্রশাসকের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, "সাধারণত মানুষ সরকারি দপ্তরে গিয়ে সেবা গ্রহণ করে। কিন্তু আমরা চাই সরকারি দপ্তরের সেবা অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। এজন্যই এই সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

তিনি আরও বলেন, "এই অঞ্চলের মানুষ সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন নয়। তাই কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যসেবা সংক্রান্ত নানা সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম নেওয়া হয়েছে।"

জেলা প্রশাসক প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে বকনা বাছুর, সার, বীজ, চাল বিতরণসহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ ছাড়া চরের কৃষকদের উৎপাদিত তরমুজ, মিষ্টি আলু, বাদামসহ বিভিন্ন ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। ২০০ হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।

তিনি আরও বলেন, "কৃষকদের সহজ শর্তে ঋণ পেতে সহায়তা করা হবে এবং চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত একটি নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হবে।"

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি), জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নাহার সুমি, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow