সরকারের আস্কারায় পুলিশ  দানবে পরিণত হয়েছিল---জিএমপি কমিশনার

আরিফা হক, গাজীপুর জেলা প্রতিনিধি
Nov 14, 2024 - 21:57
 0  8
সরকারের আস্কারায় পুলিশ  দানবে পরিণত হয়েছিল---জিএমপি কমিশনার

 গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেছেন, পুলিশের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে ? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। আসামির বিরুদ্ধে লড়াই করবে। 

তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে-দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। 
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow