সরস্বতী পুজা উপলক্ষে বাগানবাড়িতে তিনদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন
পবিত্র সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী অঙ্গন দক্ষিণ পল্লীবাগান বাড়িতে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান গত শুক্রবার রাতে শেষ হয়েছে।
শেষ দিনে ব্যান্ড সংগীত পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল পূজার্চনা , মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান ,অনুষ্ঠানের শেষ দিন ব্যান্ড সংগীত পরিবেশন করেন
শিল্পী ফেরদৌস মহাদী খান। এ সময় তিনি মঞ্চে বিশিষ্ট ব্যান্ড সঙ্গীতশিল্পী জেমস এর বিভিন্ন গান পরিবেশন করেন।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ করা যেতে পারে বাগানবাড়ি দক্ষিণ পল্লীর উদ্যোগে প্রতিবছরই এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এতে স্থানীয় শিল্পীরা ছাড়াও বহিরাগত শিল্পীরা অংশগ্রহণ করে।এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
What's Your Reaction?