সরাইলে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে৷
সোমবার সন্ধ্যা সারে ৯ টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বারিউড়া থেকে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও ভৈরব উপজেলার রাম শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ জানান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলামের দিক নির্দেশনায় ও পুলিশ উপপরিদর্শক মো. ফারুক হোসেন, সহকারি উপ-পরিদর্শক রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে এসব মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেন।
এ ব্যাপার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?