সরাইল বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর মুকুন্দপুর বিওপি টহল দল এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ইয়াবা, একটি বাইসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে মুকুন্দপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০০৮/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার রসুলপুর গ্রামের মোঃ বতুল হোসেন (৪৩), পিতা: মৃত চাঁন মোল্লা-কে আটক করা হয়।
তার কাছ থেকে ১,৯১০ পিস ভারতীয় ইয়াবা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মোট মূল্য ৫,৯৩,০০০ (পাঁচ লক্ষ তিরানব্বই হাজার) টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় মামলা দায়ের ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। এই লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






