“সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া ও সচেতনতায় গতি আনছে রায়পুরা” —জেলা প্রশাসক

এম নূরউদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
Apr 19, 2025 - 20:05
 0  4
“সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া ও সচেতনতায় গতি আনছে রায়পুরা” —জেলা প্রশাসক

নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ‘Stop River Pollution, Save Lives’—এই প্রতিপাদ্যে শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হলো ‘রায়পুরা মেঘনা সুইম ২০২৫’ সাঁতার প্রতিযোগিতা। রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী এই আয়োজনটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ কিলোমিটার বিভাগে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটার বিভাগে ৭ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। সাঁতারুদের নিরাপত্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার নেতৃত্বে ১০টি নৌকায় ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

শ্রীনগর ইউনিয়নের পান্থশালা এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, “সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়বে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক থেকে দূরে রাখে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রায়পুরা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ফোরাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow