সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মোঃ হাসমত উল্লাহ, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
Mar 9, 2025 - 18:51
 0  5
সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

গত ৯ই মার্চ ২০২৫ রবিবার লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে তিনজন সাংবাদিকের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার সংবাদকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, "সাংবাদিকরা যখন দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান, তখনই তাদের ওপর হামলা চালানো হয় বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়া হয়, কিন্তু প্রশাসন দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না।"

বক্তারা আরও বলেন, "আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।"

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল তাদের ওপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন।

বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow