সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, শিল্প প্রতিষ্ঠানে জরিমানা

তিতাস গ্যাস কর্তৃক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের চলমান কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাভারের গৌরীপুর, দোসাইদ, কুমকুমারি, আনোয়ার জং সড়ক ও জিরাবো এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনটি শিল্পপ্রতিষ্ঠান ও এক আবাসিক গ্রাহকের ৭৩টি ডাবল বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। সাভারের চারটি পৃথক স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি আর্থিক জরিমানাও আদায় করা হয়।
অভিযানে ইভা ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস, মেসার্স কোল্ড স্টোন ওয়াশিং লি., ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ এবং এক মিটারবিহীন আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব স্থানে ব্যবহৃত ৭০০ ফুট পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে। অভিযানের ফলে মাসিক প্রায় ৪১ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের ১ লাখ ৩৬ হাজার ১৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী, অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ইভা ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস ও ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






