সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 28, 2025 - 15:02
 0  6
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোর ও গভীর রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে বাসের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬) ঘটনাস্থলেই নিহত হন। বাসটি নওগাঁ থেকে ঢাকাগামী ছিল।

অন্যদিকে, রোববার গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় হৃদয় চন্দ্র দাশ (২০) ও অর্চণা রানী (৩০) নামের দুই পথচারী প্রাণ হারান। নিহত হৃদয় নেত্রকোনা জেলার ধিরেন চন্দ্র দাশের ছেলে এবং অর্চণা রানী একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি সওগাতুল আলম আরও বলেন, "দুর্ঘটনার পর পরিবহন দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow