সাভারে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন পদ্মার মোড় ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাশেদ মোল্লা (৩০)। তিনি সাভারের যাদুরচর এলাকার বাসিন্দা।
অভিযানটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত হয়। নেতৃত্বে ছিলেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স।
এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
What's Your Reaction?






