সাভারে মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 15, 2025 - 18:22
 0  5
সাভারে মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার

ঢাকা জেলার সাভারে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, মদ এবং ছিনতাইয়ের সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

পুলিশ জানায়, প্রথমে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামানোর পর এক যাত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া বিকেলে রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিলভার ও কালো রঙের দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সন্ধ্যার দিকে আমিনবাজার বড়দেশী এলাকায় মাদক কেনাবেচার খবরে অভিযান চালিয়ে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—সুমন (২৫), ইউসুফ রহমান (২০), আনান হোসেন (২১), দ্বীপক সূত্রধর (২৪), সুলতান কাজী (৫২) ও মনিরা খাতুন (৪১)।
এছাড়া অন্যান্য অপরাধে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow