সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সাভার মডেল থানার কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রাথিন (২০), পিতা—মোঃ মামুন, মাতা—মোছাঃ আরিফা, সাং—তারাপুর, ৬ নম্বর ওয়ার্ড, থানা—সাভার, জেলা—ঢাকা।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর সাধারণ সম্পাদকের নির্দেশ অনুসরণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?






