সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব নোমান

‘নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত মূলধারার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হওয়া সাভার উপজেলা সাংবাদিক সমিতি আগামী ছয় মাসের জন্য ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সাভারের রেডিও কলোনি এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।
সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্দিকুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। এছাড়া নির্বাহী সদস্য করা হয়েছে রাজধানী টিভির মুজাহিদ খাঁন কাওছার ও দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর হোসেন রানাকে।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। মূলত সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হয়।
এই সংগঠন পেশাদার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধিসহ পেশাগত মানোন্নয়ন এবং নিপীড়নের শিকার সংবাদকর্মীদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সাভার উপজেলা সাংবাদিক সমিতি।
সংগঠনের আত্মপ্রকাশের পর ২৮ ফেব্রুয়ারি আয়োজিত সভায় নতুন সদস্য আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক গুগল ফর্মের মাধ্যমে এখন পর্যন্ত ২০৪ জন গণমাধ্যমকর্মী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন।
What's Your Reaction?






