সালথায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় সালথা উপজেলা শাখার উদ্যোগে সালথা সদর বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, নায়েবে আমির মো. আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফারুক হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আলিমুজ্জামান, উপজেলা জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামান, জাহিদ হাসান ও ইসলামী ছাত্রশিবির সালথা উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
গণসংযোগ চলাকালে এক বক্তব্যে উপজেলা আমির বলেন, “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ চলছে। তারই অংশ হিসেবে আমরা ভ্যানচালক, রিকশাচালক, দোকানদার, চায়ের দোকানের কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি। জনগণ আমাদের ডাকে ব্যাপক সাড়া দিচ্ছে।”
তিনি আরও বলেন, “অন্যায়কে হটিয়ে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সবাইকে দাওয়াত জানাচ্ছি—জামায়াতে ইসলামীর পাশে থাকুন।”
What's Your Reaction?






