সালথায় অভিযানের পরও কুমার নদের বালু উত্তোলন চলছেই

ফরিদপুরের সালথায় প্রশাসনিক অভিযান চালানোর পরও কুমার নদে ফের বসানো হয়েছে অবৈধ ড্রেজার মেশিন। উপজেলার খারদিয়া বাজার এলাকায় সোনাপুর ও যদুনন্দী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদে এ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এতে নদীর দুই পাড়ে থাকা পাকা সড়ক চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সড়ক ভেঙে পড়তে পারে।
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, খারদিয়া বাজার সংলগ্ন নদীতে নাসির হোসেন নামে এক বালু ব্যবসায়ী অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। ড্রেজারের পাইপ সড়কের ওপর দিয়ে স্থাপন করা হয়েছে; কোথাও কোনো সতর্কতামূলক সংকেত দেওয়া হয়নি। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর দুই পাশে কোটি টাকায় নির্মিত পাকা সড়ক বালু উত্তোলনের কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোটি কোটি টাকা ব্যয়ে কুমার নদ খনন করেছে। কিন্তু তারপরও গত দুই মাস ধরে ওই নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন নাসির হোসেন। ৬ এপ্রিল উপজেলা প্রশাসন এক অভিযানে তার ড্রেজার মেশিন অকেজো ও পাইপ ভেঙে দেয়। তবে অভিযানের কয়েক দিনের মধ্যেই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের একই স্থানে বালু উত্তোলন শুরু করেন তিনি।
এ বিষয়ে ড্রেজার মালিক নাসির হোসেন বলেন, ‘সবাই ম্যানেজ করেই আবার বালু তুলছি। আর ক’দিন পরই বন্ধ করে দেব। এসব নিয়ে লেখালেখি করে লাভ নেই।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘নদী রক্ষায় আমরা আবারও অভিযান পরিচালনা করব।’
What's Your Reaction?






