সালথায় কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনকে জরিমানা

ফরিদপুরের সালথায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বড়দিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজগর হোসেনের ড্রেজারের শ্রমিক টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?






