সালথায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 18, 2025 - 21:45
 0  12
সালথায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুরের সালথায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর ভাওয়াল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাওয়াল বাগবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও শিক্ষক জাহিদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, বিএনপি নেতা হাজী রাশেদ মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেন। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow