সালথায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় ৫ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (০৮ মার্চ) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাগদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সাহাবুদ্দিন একই জেলার বোয়ালমারী উপজেলার নদের চাঁদঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?