সালথায় জমি বিরোধে কৃষকের রগ কেটে দিল প্রতিপক্ষ, আহত স্ত্রী-সন্তান

ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জেরে আতিয়ার মাতুব্বর (৬০) নামে এক কৃষকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন আতিয়ারের স্ত্রী শিরিয়া বেগম (৫০) ও ছেলে জুয়েল মাতুব্বর (২৮)।
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার একই গ্রামের গফুর মাতুব্বরের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে আতিয়ার ও তার ছেলে জুয়েল পাটক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষ আউয়াল মুন্সির নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে আতিয়ারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান পায়ের রগ কেটে ফেলে দুর্বৃত্তরা। বাবাকে রক্ষা করতে গেলে জুয়েল ও তার মা শিরিয়াও মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী জানায়, আতিয়ার মাতুব্বর ও আউয়াল মুন্সির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ধরনের নৃশংস হামলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
What's Your Reaction?






