ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদারের সমর্থকদের উপর হামলার ঘটনায় তিনজন আহত হওয়ারর খবর পাওয়া গেছে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল চারটায় উপজেলার রামকান্তপুর বাজারের জিলু খানের দোকানে বসে চা খাওয়ার সময় আওয়ামী লীগ নেতা রামকান্তপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ইশারত এর সমর্থক ১৫/২০ জন লোক লাঠিসোটা রামদা, হাতুড়ী নিয়ে বাজারের জিলু খানের দোকানে প্রবেশ করে উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদার এর সমর্থকদের উপর হামলা করাে। আওয়ামী লীগ নেতা ইশারত চেয়ারম্যানের সমর্থক রামকান্তপুর গ্রামের মাছুদ বিশ্বাস পিতা মৃত মান্নান বিশ্বাস, রহেন সর্দার পিতা মৃত মকদুম সরদার, রিজাউল সরদার, মকদুম সরদার, হাচিবুল সরদার পিতা রিজাউল সরদার, রুহুল সরদার পিতা আনো সরদার, ফিরোজ সরদার পিতা রহেন সরদার, দাউদ সরদার পিতা মগদুম সরদার, ছলেমান সরদার পিতা মগদুম সরদার সহ আরও কয়েকজন লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে দোকানে প্রেবেশ করে বিএনপি সমর্থক লিমন(১৯) সোহেল(৩৫),মোরাদ(৩২) গ্রাম রামকান্তপুর কে
বাশের লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের স্হানীয় চিকিৎসালয় ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চেয়ারম্যান ইশারত তার সমর্থক অর্ধশতাদিক লোকজন দেশী অস্ত্র লাঠিসোঁটা ঢাল, সুরকি, রামদা নিয়ে বাজারে প্রবেশের চেষ্টা করে।খবর পেয়ে যৌথবাহিনীর সদস্য পুলিশ, বিডিআর ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনা স্থলে মোতায়েন রয়েছে।
এবিষয় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদার বলেন ঐ দিন ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিয়ে নিজের এলাকায় রামকান্তপুর বাজারে যাই সেখানে একটি চা'য়ের দোকানে বসে আমার লোকজন চা খেতে বসে
এর কিছুক্ষণ পরেই তারা লাঠিসোটা, হাতুড়ি নিয়ে দোকানে প্রবেশ করে আমার বিএনপির লোকজন তিনজন কে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আমাকে আমার লোকজন না আগলিয়ে রাখলে তারা আমাকে মাইরা ফেলাতো।এবিষয়ে থানায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রামকান্তপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ইশারত এর মোবাইল নাম্বার বন্ধ রাখায় ও মামলায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
এই ঘটনার লিমন তালুকদার (১৯)পিতা মোঃ মোয়াজ্জেম তালুকদার গ্রাম রামকান্তপুর বাদী হয়ে সালথা থানায় ১০ জন কে আসামী করে একটি এজাহার দায়ের করেন।
এবিষয় সালথা থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে।