সালথায় বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Feb 6, 2024 - 15:10
Feb 6, 2024 - 15:11
 0  15
সালথায় বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে মহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রথমে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দৈনিক যুগান্তরের সাহসী লেখুনির কথা তুলে ধরে প্রশাংসা করেন।

 দৈনিক যুগান্তর পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামের আয়োজনে আলোচনা সভায় সভাপত্বি করেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী ও সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, হারুন অর রশিদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, এফ এম আজিজুর রহমান, মজিবুর রহমান, লিয়াকত আলী, অর্থ সম্পাদক মারুফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাভলু মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোশাররফ মাসুদ, সাংবাদিক মোশারফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow