সালথায় ৩১ মামলার আসামি ডাকাত ফরিদ ও মাসুদ পুলিশের হাতে গ্রেপ্তার

সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Feb 29, 2024 - 19:18
 0  23
সালথায় ৩১ মামলার আসামি ডাকাত ফরিদ ও মাসুদ পুলিশের হাতে গ্রেপ্তার

অবশেষে ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত ডাকাত  ফরিদ কাজী (৫০) ও মো. মাসুদ খানকে (৩৫) গ্রেপ্তার করেছেন পুলিশ। কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার হওয়া ডাকাত ফরিদ কাজী সালথার বল্লভদী ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে ও মাসুদ খান পাশের ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান, তিনি বলেন, ফরিদ ও মাসুদ এলাকার আলোচিত ডাকাত। তারা বিভিন্ন এলাকায় নানা ধরণের অপরাধ ও অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায়  মাদক, ডাকাতি, গরু চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।

তিনি আরও বলেন, ফরিদ ও মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow