সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন, সভাপতি মাসুদ ও সদস্য সচিব তাওফিক

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 18, 2025 - 15:13
 0  5
সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন, সভাপতি মাসুদ ও সদস্য সচিব তাওফিক

ফরিদপুরের সালথা উপজেলায় অবস্থিত সালথা দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর প্যাডে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ মাসুদুর রহমানকে সভাপতি এবং মাদ্রাসার সুপার মাওলানা তাওফিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। মোঃ মাসুদুর রহমান পেশায় একজন দলিল লেখক। এছাড়া, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সোহেল রানা এবং অভিভাবক সদস্য হিসেবে মোঃ বাবুল মোল্যার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গর্ভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ নং প্রবিধান অনুসারে ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সালথা দাখিল মাদ্রাসাটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং সর্বশেষ ২০২২ সালে এমপিওভুক্ত হয়। নতুন কমিটির কার্যক্রমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow