সিএন্ডবি ঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃক বিআইডাব্লিওটিএ পরিচালিত সি এন্ড বি ঘাট টোল ঘরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে শনিবার বেলা ১২ টায় সি এন্ড বি ঘাটে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন আবুর সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন আবু ফকির, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মজিবুর রহমান ও আলম শেখ এ সময় শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান প্রায় দীর্ঘ ৩ বছর বি.আই.ডাব্লিও.টি. এ এর অধীনে— খাস কালেকশন করে আসছে পণ্যবাহী ট্রলার মালিক সমবায় ও ব্যবসায়ী মালিকদের কাছ থেকে। জানা যায় পূর্বে প্রতি ব্যাগ সিমেন্ট এর খাজনা ছিল ১টাকা ৫ পয়সা, কিন্তু বর্তমানে তা বাড়িয়ে ১.২৫ টাকায় ধার্য করা হয়। ব্যবসায়ীদের কাছ থেকে আরো ৩০ পয়সা প্রতি ব্যাগে অতিরিক্ত খাজনা আদায় করার কথা জানিয়ে দিয়েছে বি.আই.ডাব্লিও.টি. এর কতৃর্পক্ষ ও স্থানীয় চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকির। এমন পরিস্থিতিতে সি.এন্ড. বি. ঘাট ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় ২৭/০৭/২০২৪ ইং তারিখে অতিরিক্ত খাজনা আদায়ের বিপক্ষে এক মানববন্ধন ও বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা জানান ফরিদপুর এর ঐতিহ্যবাহী সি.এন্ড. বি. ঘাটটি দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পণ্য পরিবহন কেন্দ্র, কিন্তু এখানে বি.আই.ডাব্লিও.টি. এ কোন প্রকার রাস্তা মেরামত করে না, ড্রেজিং করে না কিন্তু অতিরিক্ত খাজনা আদায়ে ব্যস্ত এবং বি.আই.ডাব্লিও.টি.এ দীর্ঘদিন যাবত মালিকানা জায়গায় ভোগ দখল করে ব্যবহার করে আসছে। বর্তমানে স্থানীয় ব্যবসায়ীদের দাবি টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা প্রদান করে খাজনা আদায়ের জোর দাবি উঠেছে। বি.আই.ডাব্লিও.টি.এ এর কাছে কোন অভিযোগ দিলে নানারকম অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করিতে থাকে। ঘাটে টোল আদায়ের বিষয়টি পোর্ট ইন্সেপেক্টর মামুন সাহেবের সাথে কথা হলে তিনি রাগান্বিত কন্ঠে বলেন আমরা সরকার নির্ধারিত টোলের চেয়ে ্কম টোল আদায় করছি। এখানে উল্লেখ্য যে, সরকার নির্ধারিত টোলের চেয়ে কমটোল আদায় করে স্থানীয় দুই একজন ব্যাক্তির সাথে যোগসাজসে সরকারের অর্থ যেমন ক্ষতি সাধন করছে পক্ষান্তরে এই অনিয়মের মাধ্যমে নিজেদের পকেট ভারী করছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন। এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান মিন্টু ফকিরের সাথে কথা হলে তিনি জানান ঘাট আমি এমনিই দেখা শোনা করি, তবে ৩০ পয়সা অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে তিনি জানান সরকার নির্ধারিত চার্টের চেয়ে যাতে বেশি টাকা না নেওয়া হয়, তিনি সেকথা জানান। উল্লেখ্য বিক্ষুব্দ ব্যবসায়ীরা আরো জানান কতৃর্পক্ষ টোল আদায়ের ব্যপারে সরকার নির্ধারিত টোলের চেয়ে কম আদায়ের কথা বলে, কিন্তু সরকার কর্তৃক যে সুযোগ— সুবিধাগুলি থাকা প্রয়োজন যেমন পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা তৈরী, নদীর নাব্যতা রক্ষা করা, গাড়ি লোড—আনলোডে যথাযথ ব্যবস্থা গ্রহন করা, এর কোন ব্যবস্থাই গ্রহন না করে জনগণকে ভূল—ভাল বুঝিয়ে এই কর্তৃপক্ষ নিজেদের খেয়াল খুশিমত কাজ করে যাছে, ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারসহ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীবৃন্দ। বিষয়টি বি.আই.ডাব্লিও.টি. এ কর্তৃপক্ষ জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ফরিদপুর বি.আই.ডাব্লিও.টি. এ ব্যবসায়ী ও এলাকাবাসী।
What's Your Reaction?