সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থেকে অটোরিকশা চালক শাহ আলম (৬৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামে ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শাহ আলমকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি গত বুধবার, ৩ এপ্রিল, সকালে নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ৩ দিন পর রবিবার সকালে সিরাজদিখান থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ইনচার্জ (আইসি) মো. তাইজুল ইসলাম জানান, স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে সড়কের পাশে ফেলে রেখে গেছে।
এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
শাহ আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবার সদস্যরা দুঃখপ্রকাশ করেছেন।
What's Your Reaction?






