সুবর্ণচরে চুরির শিকার অসহায় পরিবারকে ছাত্রদলের সহায়তা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী ঘাটে এক অসহায় পরিবারের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের আধারে তাদের ঘরের দরজা কেটে স্বামীর দোকানের চায়ের টাকা এবং পরিবারের জামাকাপড় চুরি করে নিয়ে যায়।
এই চুরি ঘটনায় পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, যেটি ছিল তাদের জীবিকা চালানোর একমাত্র উপায়। জানা গেছে, নদী ভাঙনের শিকার হয়ে একাধিক বার তারা বাড়ি হারিয়েছে এবং এখন নদীর কূলে বসবাস করছে।
গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের জীবনের কঠিন সংগ্রামের কথা শোনায়, যা নেটিজেনদের হৃদয় স্পর্শ করে।
এর পর, মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল রমজানের ইফতার সামগ্রী ও কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।
What's Your Reaction?






