সুবর্ণচরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
Jul 15, 2024 - 17:10
 0  6
সুবর্ণচরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একটি চরবাটা ইউনিয়নের আরেকটি চর ওয়াপদা ইউনিয়নের। মৃত ছেলে দুইটির নাম ফাতেমা(৪) ও জিসান (২)

শিশুদের পরিবারের বইছে শোকের হাওয়া।

জানা যায় সুবর্ণচর উপজেলা চরবাটা ইউনিয়নে মধ্য চরবাটা গ্রামে দুপুর  ১২টার দিকে ফাতেমা আক্তার(৪) নামে  একটি মেয়ে শিশু মারা যায়। 

সে চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মো.রাসেল এর কন্যা, তার পরিবার জানায়- দুপুরের কোনো এক সময় পানিতে পড়ে যায়, পরে খোঁজখুঁজি করে পুকুরে তার  মৃত দেহ দেখতে পান স্বজনরা। পরে পুকুর থেকে উঠিয়ে চরজব্বার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

তাছাড়া  চরওয়াপদা ইউনিয়নের চরআমিনুল হক গ্রামে দুপুর সাড়ে ১২টায় ১নং ওয়ার্ডে জিসান(২) নামের এক শিশু পানিতে মারা যায়।

মৃত জিসান চর আমিনুল হকঃ গ্রামের মুরাদের ছেলে,দুপুরে খেলাধুলা করছিলো হঠাৎ স্বজনদের  ফাঁকি দিয়ে  পানিতে পড়ে যায়। 

সব দিক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ বলেন- বিষয় টা শুনেছি, এই বিষয়ে পরিবার গুলো স্বজনদের সচেতন হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow