সুবর্ণচরে মসজিদে প্রভাব খাটিয়ে জুমার নামাজে বাধা
সমাজিক দ্বন্দ্বের জের ধরে মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদীয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
মসজিদ থেকে বের করে দিলে খোলা জায়গায় জমিনে নামাজ আদায় করেন মুসল্লীরা।
জানা যায় গত কয়েক মাস ধরে মসজিদের নামে বিভিন্ন দান অনুদান আত্মসাতের অভিযোগ তুলেন মুসল্লীরা। পরে মুসল্লীরা কমিটি ভাঙ্গার সিদ্ধান্ত নেয়। কিন্তু পদ ছাড়তে নারাজ দ্বায়িত্বে থাকা কমিটির সদস্যরা। তাছাড়া তাদের বিরুদ্ধে মসজিদ কমিটি বানিজ্যের একাধিক অভিযোগ রয়েছে বলে জানান মুসল্লীরা।
এ ব্যাপারে স্থানীয় মুসল্লী সুমন মোল্লা বলেন-তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে কমিটি আটকে রাখতে চায় আর আজকে যখন মুসল্লীরা সবাই একত্রিত হয়েছে তখন মুসল্লিদের গায়ে পর্যন্ত হাত তুলে ওরা মসজিদ থেকে বের করে দিয়েছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পরে আমি মোহাম্মদপুরের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরীকে অবগত করি।
তাছাড়া রমজান মাসে ইমামকেও অনেক হেনস্তা করছে কমিটির সদস্যরা।
এই ঘটনায় অভিযুক্তরা হলো ওই এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন, রফিক উল্যাহ, আনাউল্লাহ, মন্টু ড্রাইভার, আলমগীর, শামসু।
What's Your Reaction?