সুবিধাবঞ্চিতদের সাহায্যে হাত বাড়ানোই আলোর দিশারী সংঘের লক্ষ‍্য

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 13, 2025 - 15:24
 0  7
সুবিধাবঞ্চিতদের সাহায্যে হাত বাড়ানোই আলোর দিশারী সংঘের লক্ষ‍্য

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে আলোর দিশারী সংঘের উদ্যোগে ১০০ জন হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাজারের আলহাজ্ব মজিদুল ইসলাম মোটরসাইকেল শো-রুম প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোর দিশারী সংঘের সভাপতি আলহাজ্ব মজিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক বদরুদ্দোজা টিপু, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাহার এবং সংঘের অন্যান্য সদস্যরা, যার মধ্যে ছিলেন রমজান আলী, আব্দুল ফাহাদ সুমন, মিজানুর রহমান মাসুমসহ সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, প্রতিজন উপকারভোগীর হাতে চাল, আলু, ছোলা, গুড়, সেমাই, চিনি, পেঁয়াজ, মুড়ি, সরিষার তেল ও গুঁড়া দুধসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

সংগঠনের সদস্যরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও তাদের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে অসহায় মানুষেরা রমজানের পবিত্রতা ও শান্তি অনুভব করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow