‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি - নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি রাখার দাবি

জাতীয় পরিচয়পত্র (NID) সেবা স্বতন্ত্র কমিশনের অধীনে নয়, বরং নির্বাচন কমিশনের অধীনেই রাখার দাবিতে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে "সেভ এনআইডি, প্রোটেক্ট ভোটার লিস্ট, এনশিউর ডেমোক্রেসি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “গত ৪ মার্চ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পরিচয়পত্র (NID) সেবা সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেওয়ার প্রস্তাব করেছে এবং এ লক্ষ্যে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত, কারণ এটি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “এনআইডি যদি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেওয়া হয়, তাহলে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং অপারেটর মাহমুদুল হাসান, ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মী সীমা রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
What's Your Reaction?






