স্থানীয় সংবাদপত্রের মান উন্নয়নে সম্পাদক পরিষদের ঐক্যমত প্রকাশ ও হায়দার খানকে অব্যাহতি
বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক আশিষ পোদ্দার বিমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মো: কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম রুবেল, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদ, দৈনিক একদিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সঞ্জীব দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক মুরসিদ আলম লিটু শিকদার, দৈনিক ফাতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব পিয়াল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্রের মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সম্পাদকদের ভূমিকা রাখতে হবে। বৃহত্তর ফরিদপুরের স্থানীয় সম্পাদকগণ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে। হলুদ সাংবাদিক প্রতিরোধ ও সংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করা সহায়ক হবে। সভায় সম্প্রতি দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদকে জড়িয়ে দৈনিক নাগরিকদাবী পত্রিকার হায়দার খানের কূরুচীপূর্ণ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান সম্পাদক পরিষদ। এসময় হায়দার খানকে সম্পাদক পরিষদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহন করা হয়। যা সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক বিজ্ঞপ্তি আকারে পরবর্তীতে সংশ্লিষ্টদের অবগত করবেন।
What's Your Reaction?