স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়সী শিশুকে চুরি করার অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 9, 2025 - 12:06
 0  2
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়সী শিশুকে চুরি করার অভিযোগ

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়সী একটি শিশুকে চুরি করার অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) দুপুরে চিকিৎসার জন্য বাচ্চাটিকে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া শিশুর নাম আব্দুর রহমান। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।

জানা যায়, মীরওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক নারী তার ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা শেষে, নিজেও ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। এ সময় এক অপরিচিত নারী জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। সরল মনে জান্নাতুল ফেরদৌস তার শিশুকে ওই নারীকে দিয়ে টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়েন।

টিকিট নিয়ে জান্নাতুল ফেরদৌস পূর্বের জায়গায় এসে ওই অপরিচিত মহিলাসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখোঁজি শুরু করেন। না পেয়ে তিনি থানায় খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশী কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow