স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই প্রতিনিধি, নওগাঁ
Mar 11, 2025 - 18:35
 0  5
স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে পবিত্র রমজান মাসে স্থায়ীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ইউনিয়ন চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়।

সরেজমিনে আহসানগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়, মেসার্স এ এন্ড এস ট্রেডিং টিসিবির পণ্য সামগ্রী সরবরাহ করছে। ডিলার সুপবিত্র ঘোষ জানান, ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিনে টিসিবির পণ্য সরবরাহ করা হবে।

এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্যাকেজটির নির্ধারিত মূল্য ৬৬০ টাকা।

আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মুন্জুরুল আলম বলেন, "আমার এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। পবিত্র রমজান মাসে অসহায় ও দিনমজুর মানুষেরা সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে খুব খুশি। আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখে-দুঃখে সহযোগিতা করতে। ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ টিসিবির পণ্য পাচ্ছে, এতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি।"

টিসিবির এই উদ্যোগে স্থানীয় স্বল্প আয়ের মানুষ খুবই খুশি। তারা সরকারের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত পণ্য সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow