সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কাউট শিক্ষার্থীরা
সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই বৃষ্টি উপেক্ষা করেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে রাস্তায় নেমেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।
শুক্রবার(৯'আগষ্ট) সকাল থেকে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে, সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি। পাশাপাশি সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি।
স্কাউট শিক্ষার্থী প্রকৃতি, দীপা, কাজললতাসহ অন্যরা বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমছে।
শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ খুশি। ট্রাফিকের দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ধন্যবাদ জানান।
What's Your Reaction?