সড়ক দুর্ঘটনায় চাকমা সম্প্রদায়ের এক নারী নিহত

রাঙ্গামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকমা সম্প্রদায়ের এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম চিনগ্ধী চাকমা (৫৫)। দুর্ঘটনায় তার স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন। তারা রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান।
তিনি জানান, চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে আসা নম্বরবিহীন একটি যাত্রীবাহী সিএনজি এবং বাঙ্গালহালিয়া থেকে ফেরিঘাটের দিকে যাওয়া খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নম্বরের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে পাঠায়। তবে পথিমধ্যে চিনগ্ধী চাকমা মারা যান।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই চিনগ্ধী চাকমার মৃত্যু হয়। অপর আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকের চালক, সহকারী এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে থানা সূত্র।
What's Your Reaction?






