হাতিয়ায় অবৈধ বালু ব্যবসার প্রতিবাদে মানববন্ধনে হামলা, আহত ৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চেয়ারম্যান ঘাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বাসিন্দা কামরুল ইসলাম, মো. জাফর ও মো. হাশেম।
স্থানীয়রা জানান, হাতিয়া নদীভাঙন কবলিত এলাকা। সেখানে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য পরিচালনা করছে। এতে নদীর পাড় ভেঙে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়রা বারবার অভিযোগ করলেও কোনো সমাধান না পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা মানববন্ধন করেন।
এ সময় বালু ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল মতিন ও ইব্রাহিম সর্দারের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় অন্তত তিনজন আহত হন এবং মানববন্ধনের মাইক্রোফোন ও ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান দোলনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হরণী ইউনিয়নের বাসিন্দা মো. হাশেম বলেন, "আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। কিন্তু মতিন মায়া ও ইব্রাহিম সর্দারের পক্ষ হয়ে শাকিল, রবিউল, আনোয়ার, এনায়েতসহ ৪০-৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। আমরা ভাত খেতে পারি না, ভাতের মধ্যেও বালু আসে। ব্যবসা করতেও সমস্যা হয়। আমরা অতিষ্ঠ হয়ে গেছি।"
অপর আহত মো. জাফর বলেন, "আমরা নদীতে মাছ ধরি, কিন্তু বালুর বাল্কহেডের কারণে আমাদের জাল ছিঁড়ে যায়। প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভেঙে যাচ্ছে। এমনকি নদীর পাড়ের মাটিও কেটে বিক্রি করা হচ্ছে।"
চেয়ারম্যান ঘাট বাজারের ব্যবসায়ী মো. আব্দুর রহমান বলেন, "গত ৫ আগস্টের পর থেকে কিছু ব্যবসায়ী বালু ব্যবসা শুরু করেছে। তারা নদীর কূল থেকে মাটি ও বালু উত্তোলন করছে, যার ফলে বাজার ও আশপাশের এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়ক ও বাজার এলাকা বালুতে ঢেকে যাচ্ছে, ধুলাবালির কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। পথচারী ও ক্রেতারাও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।"
অভিযোগের বিষয়ে বালু ব্যবসায়ী আব্দুল মতিন ও ইব্রাহিম সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হরণী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, "আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। যারা হামলা করেছে, তারা বিএনপির কেউ নয়। আমরা জনগণের পক্ষে আছি এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, "আজকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে চারটি মামলায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।"
What's Your Reaction?






