হাতিয়ায় পারিবারিক বিরোধে কুপিয়ে জখমের অভিযোগ

সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 13, 2025 - 22:50
 0  3
হাতিয়ায় পারিবারিক বিরোধে কুপিয়ে জখমের অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাছেলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ৯ মার্চ (রবিবার) দুপুরে, হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বেজুগলিয়া গ্রামের হাইলকার বাজার এলাকায়। ভুক্তভোগী আবুল কালাম এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিরোধের সূত্র ধরে বাদামের ক্ষেতে গরু ঢোকার ঘটনাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। গরু আনতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগীকে গালাগাল করে, এরপর উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া, এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, সংঘর্ষের সময় ভুক্তভোগীর স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন অলি উদ্দিনের ছেলে রাছেল (৩৫), রবিউল হোসেন (২৬), বাবলু (২২), দুলাল উদ্দিনের ছেলে তারেক (২৪) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, ফলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, "বিষয়টি নিয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, বিস্তারিত পরে জানানো হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow