১০ টাকার স্কুল: যেখানে টাকার নয়, শিক্ষার আলোই আসল মূল্য

শিক্ষা হলো প্রতিটি শিশুর অধিকার, কিন্তু বাস্তবতা হলো সমাজের অনেক শিশু এখনো সেই অধিকার থেকে বঞ্চিত। অর্থের অভাবে, সুযোগের অভাবে, কিংবা কেবলমাত্র এক টুকরো খাতা-কলমের অভাবে অনেক শিশুর স্বপ্ন অঙ্কুরেই ঝরে যায়। কিন্তু কিছু মানুষ থাকেন, যারা নিজেদের সাধ্য মতো আলো জ্বালানোর চেষ্টা করেন। তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের সাজ্জাদ আলী।
রাজশাহীর ভদ্রার মোড়ে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তুলেছেন এক অভিনব শিক্ষা প্রতিষ্ঠান— ১০ টাকার স্কুল। মাত্র ১০ টাকা চাঁদা দিয়ে শিশুরা এখানে পড়াশোনা করতে পারে। তবে টাকাটাই এখানে মুখ্য নয়, আসল উদ্দেশ্য হলো সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। সাজ্জাদ আলী নিজে থেকে বাচ্চাদের খাতা, কলম, পেন্সিল সরবরাহ করেন, যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে কোনো বাধা না থাকে।
বর্তমানে প্লে-গ্রুপ থেকে প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে এই স্কুলে। তবে সাজ্জাদ আলীর স্বপ্ন এখানেই থেমে নেই— তিনি চান ভবিষ্যতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের সুযোগ তৈরি করতে। কিন্তু এটি একা কারো পক্ষে সম্ভব নয়। যদি সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসেন, তবে এই উদ্যোগ আরও বড় হতে পারে, আরও অনেক শিশুর জীবনে পরিবর্তন আনতে পারে।
একটি শিশু শিক্ষিত হলে শুধু তার জীবনই বদলায় না, বদলায় সমাজ, দেশ ও ভবিষ্যৎ। তাই আসুন, আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়াই এবং শিক্ষার আলোকে আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিই।
What's Your Reaction?






